যদি বলো তোমার জন্যে
যেতে পারি সবুজ অরন্যে
এনে দিতে একরাশ ফুল
তবু পারবোনা হতে নির্ভুল…
আমি পারবোনা হতে নির্ভুল।
মনে কোরে কাঁদছো কি
একবার ফিরে তো তাকাও
কেনো ভুলে ভরা সংসারে
সদা নির্ভুল সবকিছু চাও;
আমি মানুষ তো, নই পুতুল।।
চলো জোছনায় একটু দাঁড়াই
হাতে হাত রেখে সেই গান গাই
একসাথে বসে লেখা যে গানের
দুটো ভিন্ন সুর মিশে যেতে চায়।
চুপ করে ভাবছো কি
জরিমানা ধরতে যদি চাও
ধরো, এনে দিতে পারবো যা
দেবো, চেষ্টার ত্রুটি করবো না।
শুধু শক্ত কোরে ধরো এ আঙুল।।
১০.০৫.২২
মন্তব্য করুন