যা খুশি বলুক লোকে আমার মতে
হারিয়ে যাচ্ছে নদী নদীর স্রোতে।।
হারিয়ে যাচ্ছে যারা পাখির মতো
আকাশের বুকেই তাদের ভিন্ন আকাশ
কুড়িয়ে খড়কুটো সে বাঁধলো যে ঘর
কখনো হয়নি সে তার ঘর আদতে।।
যে কেবল চোখের ভাষায় ভরসা রাখে
আগুনে পোড়াই জানি তার নিয়তি
কাজলে আটকে গেলে জোছনা কারো
কিভাবে পড়বে চিঠি, কার আলোতে??
০৪.০৫.২২
মন্তব্য করুন