তার ঠোঁট জুড়ে কৃষ্ণচূড়া,
দুচোখে পদ্মার পানি;
দেখি পুষ্পে মৌমাছির উড়া,
সে আমার মউরানী।
সে আমার মধুমানচিত্র,
হতাশার মাঝে দিশা;
আমি আলীবর্দীর দৌহিত্র
আর সে লুৎফুন্নিসা।
আমার অরণ্য মাঠ নদী
মিশে গেছে তার মাঝে;
এক ইঞ্চি দূরে যাই যদি,
শল্য হয়ে বুকে বাজে।
৯.৩.২০১৬ সিরাজগঞ্জ
মন্তব্য করুন