হে গানের পাখি / সায়ীদ আবুবকর

হে গানের পাখি, তুমি যে ঘুমাও পাতার আড়ালে কুসুমের পাশে;
পাতারা নির্ঘুম নড়ে পতপত সুগন্ধি বাতাসে;
সারা রাত জেগে ঘুমিয়ে পড়েছে দুরের তারারা
আকাশের কোলে,-রাত্রি ফিরে এলে জেগে উঠবে তারা;
চাঁদ ডুবে গেছে প্রশান্ত সাগরে-রেখে গেছে তার জোছনার রেশ;
পুব দিগন্তে যে কাশফুলের মতো উঁকি মারে ভোর- রাত্রি হলো শেষ;
এবার হে পাখি, জেগে তুমি ওঠো ফুলের পাপড়ির মতো ধীরে ধীরে,
আর চোখ খুলে দ্যাখো কী বিস্ময় পৃথিবীকে ঘিরে!

কথা কয়ো না হে, গেয়ো না হে গান;
শুধু জেগে জেগে নিজঝুম নিঃসীমে পেতে রাখো কান-
শোনো চুপচাপ, শিশিরের মতো পড়ছে শান্তিরা পৃথিবীর ’পর;
শব্দহীন সেই ধ্বনিতে, এসো হে, তুমি আর আমি জুড়াই অন্তর;
জুড়াই দুচোখ জগতের রূপে; তারপর বনে ফুটলে কুসুম
গেয়ে উঠবো গান, এবং দিনান্তে গাইতে গাইতে পড়ে যাবো ঘুম।

১৯.২.২০১৬ সিরাজগঞ্জ

মন্তব্য করুন

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  পরিবর্তন )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: