চার হাতেপায় দুঃখ কুড়াই / সাইফ আলি

চার হাতেপায় দুঃখ কুড়াই
স্বপ্ন পুড়াই রাত্তিরে…
আমি এক আজব ভব যাত্রীরে।।

সহজে বলতে পারি
করিনে এমন দাবি
জটিল এই জীবন ধাঁধার
হয় কি সহজ চাবি?
তাই সহজ যে তার হৃদয় দিয়ে
করি যত্ন-আত্তি রে…

আলো আর আঁধার ঘিরে
এ জীবন নদীর তীরে
কেটে যায় সবার মতো
খুঁজে এক সুখ পাখিরে।
সেই পাখির খাঁচার সঙ্গে বাঁচার
এই বাসনা বাত্তিরে…

০৬.০৫.২২

এখানে আপনার মন্তব্য রেখে যান