উপুড় হয়ে বালির উপর
পড়ে আছে কাঠের পুতুল
হৃদয় বোঝে না,
তুই কি বুঝিস? পুতুল তো আর
শরীর খোড়ে না।।
নেই খিদে তার ভাত জোছনার
নেই তো ঘরের মায়া,
কেমন কোরে তোর ভিতরে
সেই পুতুলের ছায়া!?
তোর মতো সে ইচ্ছে হলেই
হাওয়ায় ওড়ে না।
তোর দুচোখের শাদাপাতায়
নেই জীবনের চঞ্চলতা,
কেমন কোরে বুঝবো তোরে
বলবো আমার মনের কথা?
কাঠের পুতুল পাশ ফেরে না
মুখ বুজে রয় পড়ে,
নেই ক্ষমতা কষ্ট পেলে
একটু ওঠে নড়ে।।
তবুও ভালো তোর মতো সে
পোড়ায় পোড়ে না।
১৬.০৫.২২
মন্তব্য করুন