বিষণ্ন বর্ষায়
ছাতার মতন ঢেকে থাকা
কয়েকটি সবুজ পাতার আবডালে
একটি কদমফুল;
তার তুলোর মতন নরম শরীরে ফোঁটা ফোঁটা পানি-
সেই পানি
ফুলটির মিষ্টি ঘ্রাণে ভিজে আছে;
সেই ঘ্রাণ
ঘা মারে আমার নাসিকায় এসে বারবার
আর আমি বুঁদ হয়ে থাকি তার রূপে আর ঘ্রাণে;
প্রিয়তমা,
তুমি আমার বর্ষার একটি কদমফুল।
১৮.৩.২০১৬ সিরাজগঞ্জ
মন্তব্য করুন