দিগন্তের সব পাখি ফিরে গেছে নীড়ে,
ফিরে গেছে লোকালয়ে সব লোকজন;
আমি শুধু বসে আছি যমুনার পাড়ে;
যখন রজনী নামে শিশিরের পায়ে,
বাঁকা চাঁদ জুড়ে নেয় আকাশের কোণ,
একটি প্রেমের কথা বাজে হাড়ে হাড়ে।
মহাকাল বালুচরে সে-প্রেমের কথা
লিখে যাই আমি নোনা চোখের পানিতে,-
প্রণয়আখ্যান ছাড়া টেকে না কিছুই;
রাজাবাদশার কথা ভুলে যায় লোকে,
মনে রাখে প্রেমকথা বসন্ত ও শীতে
যে-কথা সেলাই করে কবিতার সুঁই।
আমি তার গান গাই যমুনার পাড়ে
যার গান ভেসে যায় উজান বাতাসে
ভবিষ্যত ফুঁড়ে দূর অনন্তের দিকে;
সে কোনো হেলেন নয়, তবু তার কথা
থাকবে শিশির হয়ে হৃদয়ের ঘাসে,
সবকিছু মুছে যাবে, থাকবে সে টিকে।
জানবে না লোকে নাম, তবু দেশে দেশে
পড়বে ছড়িয়ে জানি শুধু তার কথা
কারণ বাজবে কানে সুর মোহনিয়া
যে-সুর পাগল করে, ঘরছাড়া করে
তবু সে জগতে গড়ে মায়ার সভ্যতা
আমি তার প্রিয় আর সে আমার প্রিয়া
১৯.৪.২০১৬ সিরাজগঞ্জ
মন্তব্য করুন