একবার তুমি যদি বলতে প্রিয়
ভাঙনে তোমার বড় ভয়
আমি কি নদীর মতো বইতে যেতাম
নিতাম নদীর পরিচয়??
সুদূর পাহাড় থেকে এসেছি নেমে
তোমারই প্রেমে শুধু তোমারই প্রেমে
তুমি কতো সুন্দর কতো মনোহর
সোনালী ধানের মতো তোমার হৃদয়!!
এনেছি তারার ফুল, জোছনার ঢল
বুক ভরা পলি আর চোখ ভরা জল
সে জলে সাঁতার কাটো, ডুব দাও, ভাসো;
হাসো তুমি হাসিতে ভুবন করো জয়।।
২৪.০৫.২২
মন্তব্য করুন