এমনো বৃষ্টিতে জাগলো না সে
জাগলো না এমনো হিমেল বাতাসে!
কি হবে মেঘে মেঘে বেলা ফুরিয়ে
মিথ্যে আশ্বাসে মন পুড়িয়ে;
কি হবে বলো তাকে ভালোবেসে?
কতোযে রাত ছিলো জোছনার রাত
হৃদয়ও বলছিলো- হবে সাক্ষাৎ!
হলোনা খুললো না দরজা সে তার,
সুযোগও মিললো না হৃদয় জেতার।।
কিভাবে রোদ হবো তার আকাশে?
যে পাখি গান গেয়ে লক্ষ্য ছাড়াই
হারিয়ে পথ কোনো এক সন্ধ্যায়
হঠাৎ পেয়ে যায় প্রেমিকের খোঁজ,
আমি সে পাখি হতে চাই রোজ রোজ।।
অথবা থাকি তার আশেপাশে…
২৮.০৫.২২
মন্তব্য করুন