ঘুমের মধ্যে ঘুম ভেঙে যায়
হৃদয় খোঁড়ার শব্দ আসে ভেসে,
স্বপ্ন দেখি কেউ রেখেছে
মায়ের মতো হাত কপালে এসে।।
ঘুম ভেঙে যায়, বৃষ্টি ঝরে
হঠাৎ জ্বরে পুড়তে থাকি,
মায়ের কাছে একটু যদি
বলতি গিয়ে ও জোনাকি!!
মা এসে ঠিক সারিয়ে দিতো
সব দানোকে হারিয়ে দিতো
বলতো- খোকা চোখ বুজে তুই শো তো!
তখন কি আর কষ্ট আমার হতো?
ঘুম পাড়াতো মিষ্টি ভালোবেসে…
জীবন থেকে হারিয়ে গেলে
দরদ ভরা কণ্ঠটা তার,
সবাই বোঝে যায়না পাওয়া
জল সীমাহীন সেই পিপাশার।।
যতই উড়াই হেসে…
জানি না মার চোখের পানি
কোন সাগরে মেশে;
কেমন কোরে দুঃখ মোছে
দুঃখ ভালোবেসে!!
১৮.০৫.২২
মন্তব্য করুন