ছুটে চলে কেউ আমার মধ্যে, আমি থাকি স্থির,
আমি থাকি কালো মেঘেদের মতো বিষণ্ন গম্ভির
তুমি ছুঁয়ে দিলে রিম ঝিম ঝিম বৃষ্টি হয়ে ঝরি
আমি বারবার ক্যানোা বারবার ওগো তোমারই প্রেমে পড়ি
ওগো পরী….
বৃষ্টি মুখোর সন্ধ্যায় তুমি একলা উঠোনে নাচো
তুমি গান করো, তুমি পান করো কবিতা
তুমি তোমার মতোই বাঁচো!
আমি তোমার জন্য বুকের মধ্যে শহর-নহর গড়ি।
তুমি বাতাসের মতো চঞ্চল আহা! বয়ে যাও বয়ে যাও
বয়ে যেতে যেতে হৃদয়ের শ্বাস-প্রশ্বাস হয়ে যাও!
আমি তোমার জন্য খোলা জানালায় বুক পেতে বসে পড়ি
ওগো পরী…
২৪.০৫.২২
মন্তব্য করুন