ছোটো এক নদীর পানি
শুকিয়ে যাচ্ছে খরায়,
রহমের বৃষ্টি ঝরাও,
ও নদী ধুকছে জরায়।।
এখন আর চাঁদের টানে
নদীটা দেয় না সাড়া,
সাগরের প্রেমেও সে আর
হয়না পাগলপারা।।
নদীটা যাচ্ছে মরে
তাকে কেউ বাঁধলো নাতো প্রীতির ডোরে জাপ্টে ধরে;
দিলোনা একটু জলও তার দু’ঠোঁটে আঁজলা ভরে।
নদীটা যাচ্ছে মরে, যাচ্ছে মরে জল পিপাশায়…
নদীটা চায়না কিছু কারোর কাছে
সে শুধু তোমার দিকেই তাকিয়ে আছে
রহমের বৃষ্টি ঝরাও, ও দয়াময় রহম করো;
ও নদী যাচ্ছে মরে দারুণ খরায়।।
১৯.০৫.২২
মন্তব্য করুন