জানোনা তুমি কিছু
জানতেও চাওনা,
মানোনা সে কথাটা
মানতেও চাওনা
মন…ও মন…
তোমাকে ভোলানোর রাস্তা বাতাওনা।
মন… ও মন…
কি তুমি চাইছো এখন।
শরীর পুড়ছিলো দরুণ খরাতে
হঠাৎ এলে তুমি বৃষ্টি ঝরাতে,
এমনই বৃষ্টি আনলে তুমি ডেকে
জলের কোন্দলে শরীর গেলো ঢেকে!
মন… ও মন…
তোমাকে বুঝবো কখন?
বাঁধলে বাসা কারো চোখের কাজলে
দিলে না ধরা তারও প্রেমের আচলে
ডাকলে কাছে তবু থাকলে দূরে দূরে
দিলেনা উপশম আহত বন্ধুরে!
মন… ও মন…
তোমাকে বুঝবো কখন?
১৯.০৫.২২
মন্তব্য করুন