হে শিল্পের পাখি, তোমার নিখুঁত নীড়ে আমাকেও দিও থাকিবার;
কিভাবে বানাও তুমি কোন্ মন্ত্র বলে এ মোহন শিল্প কারুকলা-
দেখিবার তুমি দিও আর কানে কানে কহিও কৌশল আঁকিবার
অমরার ছবি। তৃুমি শুধু গড়ো চুপচাপ, নাহি কোনো কথা বলা
অথচ আমার কাজ কথা কহিবার। কী করে কহিলে শোনে লোকে,
কিভাবে গাহিলে গান কাঁপে আসমান, কাঁপে মানুষের মহাদেশ-
জানে না অধম কারণ তোমার মতো লাগে নাই আমার এ চোখে
অমরার আলো কারণ আমাতে নাই সাধুতা-সন্ততা একলেশ।
থাকিলে চুলি¬তে, কয়লাও পায় অগ্নিরূপ; মালার সুতাও ধরে
সুঘ্রাণ সর্বাঙ্গে, বকুলের সাথে থেকে; আমি গুণহীন, যদি পাই
তোমার শিল্পের সাথে সহবাস, জানি জ্যোতিহীন নির্জীব অন্তরে
জ্বলিয়া উঠিবে দীপ, চমকায়ে দেবে চোখ তীব্র তার রোশনাই।
হে শিল্পের পাখি, তোমার নিখুঁত নীড়ে আমাকেও দিও থাকিবার;
কহিও কৌশল কানে কানে অমরার অবিনাশী ছবি আঁকিবার।
৫.৪.২০১৬ সিরাজগঞ্জ
মন্তব্য করুন