তোমার দুচোখে দিয়েছিল ঢেলে ঘোর
মিল্টন, পেত্রার্ক, হোমার, দান্তে ও শেলি;
আমার দুচোখে ঢেলে দেছে সেই ঘোর
আমারই গৃহের শিমুল পলাশ বেলি।
তুমি ছুটেছিলে আটলান্টিকের পাড়ে,
হেঁটেছিলে একা শেক্সপিয়ারের বাড়ি:
কবিতার নেশা জাগলে মজ্জায়-হাড়ে
আমি ছুটে যাই তোমার সাগরদাড়ি।
তুমি ফিরেছিলে, যেন বীর, হাসিমুখে,
বিপুল বৈভব এনেছিলে হাত ভরে;
আমার জীবন কেটে যায় সেই সুখে,
কাটে দিনরাত কবিতার মহা ঘোরে।
তুমি গিয়েছিলে শেক্সপিয়ারের বাড়ি,
আমি ছুটে যাই তোমার সাগরদাড়ি।
১১.১১.২০১১ সিরাজগঞ্জ
মন্তব্য করুন