আজ স্বজনহারার কান্না শোনাও পাখি
আজ স্বজনহারার জন্য তুমি ওড়ো
আকাশটা আজ কালো ধোঁয়ায় ছাওয়া
তুমি কান্না শেষে আবার কাঁদো, পোড়ো।।
আজ পথ চেয়ে কেউ থাকবে ভীষণ একা
কেউ মর্গে যাবে, স্বর্গে যাবে উড়ে
তুমি ক্যামনে খবর পৌঁছে দিবা পাখি
প্রিয়তমার প্রাণ যে যাবে পুড়ে।।
তুমি ক্যামন কোরে বলবে কবর খোড়ো?
পাখি গুটাও ডানা তোমার কিসের ঠেকা
যার হৃদয় আছে পুড়তে পারে একা;
তুমি কাঁদছো তবু তোমার চোখে পানি
প্লিজ বন্ধ করো শোকের কাব্য লেখা।।
কার লাশের পোড়া গন্ধ ভারে পোড়ো?
০৫.০৬.২২
মন্তব্য করুন