আমি একলা চলার ফন্দি এঁটে বের হয়ে
বন্দী হলাম তোর দুঠোঁটের বক্রতায়!
বৃক্ষ হওয়ার স্বপ্ন বুকে বের হয়ে
লতার মতো জড়িয়ে গেলাম তোর মায়ায়;
এখন আমি কোথায় গিয়ে মুখ লুকাই?
দু’চোখের আকাশে তোর চিল হয়ে
এ কেমন বৃত্তে আমি থমকে গেলাম,
মেঘে রোদ্দুরে হঠাৎ বৃষ্টি হয়ে
উঠোনে নেমেই ভীষণ চমকে গেলাম!
আমি কি পেলাম তোকে! তুই কোথায়?
কখন হয়নি এমন দিনগুলো
হেঁটেছি অনেকটা পথ এই পথেই;
যেনো এক দিকভোলা নাও কূল খোঁজে
একাকি উথাল পাথাল সমুদ্রে!
আমি কি পেলাম তোকে! তুই কোথায়?
০১.০৬.২২
মন্তব্য করুন