এই রাত যেনো আজ কিছু বলছে
তারাদের বৈঠকে চাঁদ অতিথি
জোনাকিরা মিটিমিটি জ্বলছে
এই রাত যেনো আজ কিছু বলছে।।
কবিতার রাত আজ কবিদের রাত
তুলির আঁচড়ে আঁকা শিল্পীর রাত
হৃদয়ে হৃদয় বয়ে চলছে।।
মন্থর বাতাসের বুকের মলাট
ভেজা ভেজা শিশিরের সোহাগে,
পিপাসায় তবু ঠোঁট জ্বলছে!!
কাজল ভরানো চোখে শান্ত পুকুর
পাড় ঘিরে ঝিঁঝিঁদের একটানা সুর
কালের নুপুর বেজে চলছে!!
২৯.০৫.২২
মন্তব্য করুন