এই রাস্তায় নেই কেউ নেই
আমি একলা একাই হাঁটছি
আর ঘুম ঘুম গোটা শহরের
চোখে স্বপ্নের সুখ বাটছি।।
ও শহর ট্রেনের যাত্রী
আমি বিষণ্ণ এক রাত্রি
তুমি আমার বুকেই কান্না করো হাসো
আমি জানি তুমি আমায় ভালোবাসো।।
তুমি ঘুমাও আমি তোমায় ঘিরে রাখছি।
আমি পারবোনা দিতে জোনাকির প্রেম এনে
কোনো ল্যাম্পপোস্ট আজো নেয়নি তাদের মেনে
তবে উঠলে ছাদে আকাশ ছুঁতে পারো
আমি বন্ধুর মতো তোমার পাশে থাকছি।।
ও শহর ট্রেনের যাত্রী
আমি বিষণ্ণ এক রাত্রি
তুমি মুখোশ খুলেই আমার কাছে আসো
আমি জানি তুমি আমায় ভালোবাসো।।
তুমি ঘুমাও আমি তোমায় ঘিরে রাখছি।
০৮.০৬.২২
মন্তব্য করুন