ছোট্ট একটা গল্প লেখা হয়নি এখনো
সেই গল্পে তুমি আমি আর কে কে তা শোনো।।
আছে একটা কাঠবিড়াল
তার চারটা ক্ষুদে দাঁত
আছে একটা টুনটুনি
টুন টুন টুন সারা রাত।।
জিড়ায় না কখনো।
তুমি হাসছো আমি সত্যিই
সেই গল্প লেখতে চাই,
ভরা জোছনায় পাশাপাশি
বসে স্বপ্ন দেখতে চাই।।
তুমি চাওনি কখনো?
০৮.০৬.২২
মন্তব্য করুন