পুড়ে যাওয়া মেঘ
উড়ে যাওয়া নাও
আমাকে তোমার
বন্ধু বানাও।।
কার দু’চোখের কাজল মেখে
পুড়ালে অমন নিজেকে
কার ইশারায় জমাট বাঁধো
বৃষ্টি হয়ে যাও!
যেই নদীটা বইছে একা
তার কাছে এই প্রেম নিয়ে যাও
বৃষ্টি ঝরাও… বৃষ্টি ঝরাও…
তার বুকেতে বৃষ্টি ঝরাও।।
যেই শহরের গরম পিঠে
প্রজাপতির পা পুড়ে যায়
তার কাছে এই প্রেম নিয়ে যাও
বৃষ্টি ঝরাও… বৃষ্টি ঝরাও…
তার দু’চোখে বৃষ্টি ঝরাও।।
যার বুকেতে ব্যথার পাড়ার
হও উপশম তার সাহারার
জমাট বেঁধে আসমানে তার
বৃষ্টি ঝরাও… বৃষ্টি ঝরাও…
তার কাছে এই প্রেম নিয়ে যাও।।
০৬.০৬.২২
মন্তব্য করুন