হাঁটতে গিয়ে হয়না হাঁটা
তোমার পথে অনেক কাঁটা
তোমায় মেলা ভার,
আমি তোমার দিকে তাকিয়ে থাকি
তুমি শূন্যতার।।
আকাশ আলোয় পূর্ণ হলে
সব অভিমান চূর্ণ হলে
তোমার দিকে হাত বাড়াবো
ভাবছি যখন এই
হারিয়েছি তোমায় আমি
তুমি কোথাও নেই।।
আমি অপেক্ষাতে আছি তোমার একটু ইশারার…
একটা নদী এঁকে বেঁকে পাহাড় হতে নেমে
হঠাৎ করে হারিয়ে গেলো সোঁদামাটির প্রেমে
সেই নদীটার দেখা পেতে
আর কতদূর হবে যেতে?
তুমি কি সেই নদীর ধারা
ভাবছি যখন এই,
সোঁদা মাটির গন্ধ আমার
বুকের গভীরেই!!
আমি অপেক্ষাতে আছি তোমার একটু ইশারার…
০৫.০৬.২২
মন্তব্য করুন