একে একে ভুলগুলো জমে গেছে সব
এ বেলায় এসে তা মুছবে কে
পৃষ্ঠাতো প্রায় শেষ জীবন খাতার
কি ব্যথায় কাঁদছি তা পুছবে কে?
রঙ রঙ রঙ ছিলো দু’চোখে যখন
শাদা কাফনের কথা ভুলেছি
পুরো দুনিয়াটা যেনো ডেকেছে তখন
বিবেকের সব গিট খুলেছি।।
ভাবিনি এ ভুলগুলো মুছবে কে।
চলে যায় যে সময় সে তো আর ফিরবে না
ফিরবে না সে সময় কখনো
তবু ওগো রহমান, ও আমার রব
তুমি ছাড়া আর আমাকে বুঝবে কে?
সব রঙ ফিকে হয়ে গিয়েছে এখন
দুনিয়াটা লাগছে না ভালো আর
এ প্রদীপে কখনো জ্বলবে কি আলো
কাটবে কিনা জীবনের এ আঁধার।।
ভাবছি এ ভুলগুলো মুছবে কে।
২৪/০৯/২০
মন্তব্য করুন