এখন যান্ত্রিক যুগলেরা
কফির আড্ডায় এসে
হেসে হেসে ফেটে পড়ে বিনাকারণেই
জানি ভালোবাসা কেঁদে মরে অন্তরালেই।।
পকেটের ভার মেপে
বলে দেয় সংক্ষেপে,
চোখে চোখ রেখে করে প্রতারণা!
আজ সহজ মানুষের মূল্য যে নেই।।
ফিতা কেটে সুরু হয়
উৎসব অভিনয়
ক্যামেরার স্ক্রিনে যেনো হাসি ধরে না!
হায় দিনশেষে খুঁজে ফেরে নিজেকে নিজেই।।
০১/১০/২০
মন্তব্য করুন