ওগো নদী
গোলাপের মতো রাঙা ওষ্ঠে তোমার কালো তিল
ঐ চিল
ভোরে সন্ধ্যায় ঝিলমিল ঝিলমিল
আহা তোমার নিখিল!
সীমাহীন গতিময়
তোমার হৃদয়,
তোমার ছোঁয়ায়
এ মাটির বুকে প্রাণ সঞ্চার হয়।
তোমার ঐ বুক ভরা প্রাণের মিছিল!
বাঁকা চাঁদের মতো
জীবিকার নাওগুলো ভাসছে,
দুকূলে তোমার সোনার ফসল হাতে
সবুজের শ্রমিকেরা হাসছে।
নদী তোমার
রমণীর সাথে পাই মিল।
১০/০৬/২২
মন্তব্য করুন