কোনোকিছু নিয়ে ভাবতে চাইনা আর
ভাঙতে চাইনা আমাদের সংসার
চলছে যেমন তেমনি চলুক
সত্য লুকিয়ে মিথ্যে বলুক ইচ্ছে হয়েছে যার
ভাঙতে চাইনা নিরিবিলি এই শামুকের সংসার।।
পাশের বাসার ঐযে মেয়েটা সে আমার ছোটো বোন
শুনলাম নাকি বখাটেরা তাকে করেছে ধর্ষণ
কি বলবো আমি আমার কি দায় আমি কি করতে পারি
মনটা খারাপ তাইতো সকালে বউকে দিয়েছি ঝাড়ি।।
জীবন চলে না তার যতসব উদ্ভট আবদার…
দুর্ণীতিবাজ চুনোপুটিগুলো কঠিন তো নয় ধরা
কিন্তু এ জালে ফাসবে না জানি রাজত্য যার গড়া;
কি বলবো আমি আমার কি দায় আমি কি করতে পারি
মনটা খারাপ ভাবছি আজকে ফিরবো না রাতে বাড়ি।।
চলছে যেভাবে চলুক না সব জীবনটা যার যার।
মাথাতে পচন তাতে কি মাছের লেঞ্জাটা তরতাজা
বিশ্বাস নেই? কি করা তাহলে ভরশা পটল ভাজা!
নিরুপায় আমি নিরিহ আমার শাদাকালো দিন রাত
নামাজ রোজায় কোনোভাবে যদি মিলে যায় জান্নাত।।
সেই ধান্দায় কোনোভাবে ভাই জীবন করছি পার।
২৭/০৯/২০
মন্তব্য করুন