চাঁদ জ্বলেছিলো বলে আকাশে
মেঘেদের দল রুপোলী আলোয় মেতেছিলো
তুমি হেসেছিলে তাই বকুলের দল
শুভ্র চাদর পেতেছিলো।।
কত নদী বয়ে যায় ভাসিয়ে দু’কূল
তোমার পরশে ফোটে প্রেমের মুকুল
তাই তোমার নামে কেউ সুর তুলেছিলো..
চাঁদ জ্বলেছিলো বলে আকাশে
মেঘেদের দল রুপোলী আলোয় ভুলেছিলো।।
কত তারা নীভে যায় কতক আবার
জ্বলে ওঠে বার বার স্মরণে তোমার
হায় তোমার নামে কেউ সুর সেধেছিলো
চাঁদ জ্বলেছিলো বলে আকাশে
কবিতার সাথে কবি ঘর বেঁধেছিলো।।
৩০/০৯/২০
মন্তব্য করুন