দেয়ালের আড়ালে
কেনো বা দাঁড়ালে
কেনো বা বাড়ালে তোমার হাত
আপন যদি হতেই চাও
মুখোমুখি হোক মোলাকাত।।
দূর থেকে বাসতে ভালো
চাঁদ তারা মেঘমালা থাক
তুমি কেনো রাখবে আড়াল
এ দেয়াল ভেঙেচুরে যাক।।
না না শুনবো না কোনো অযুহাত…
কি তোমার ভয়
কিসে পরাজয়
মানছে বলো মন,
লুকিয়ে বলো কে নিভাতে পেরেছে
প্রেমের এ দহন?
পুড়ে পুড়ে ছাই হয়ে যাই
তবুও তোমায় কাছে চাই,
তোমাকে ছাড়া এ জীবন
একলা নাবিক দরিয়ায়।।
তুমি বন্ধ করো এ রক্তপাত…
২৫/০৬/২২
মন্তব্য করুন