সহজ কথা বলবো বলে কঠিন হয়েই বসে গেলাম
সরল হাসির মোহে তোমার জটিল অংক কষে গেলাম।।
সহজ তুমি সহজ আমিই জটিল করি জীবনটাকে
জটিল জীবন যাপন করি সহজ ভালোবাসার ফাঁকে,
বলতে পারো খুব সহজে দুঃখ ছাড়া আর কি পেলাম।।
সহজ ভাঙা কঠিন গড়া,
জীবন বোধের নামতা পড়া
নয়তো সহজ তবু
কঠিনটাকেই সহজ করে
দাও মিলিয়ে প্রভূ।
সহজ সাগর সহজ নদীই কঠিন ঢেউয়ের বসতবাটি
জীবন তরী দোলায় ভীষণ, বানায় দক্ষ নাবিক খাঁটি;
বলতে পারো খুব সহজে সফলতা কোথায় পেলাম।।
৩০/০৬/২২
মন্তব্য করুন