ছোটো ছোটো পাখিদের
বড়ো বড়ো বাড়িগুলো
খালি পড়ে আছে
আছে কেউ ভাড়া নেবে?
সস্তায় ভাড়া দেবো
তোমাদের কাছে।।
পাখিগুলো হারালো কোথায়
কেউ সে খবর রাখেনি,
তবে কি সে পাখিগুলো
এখানে স্বপ্ন আঁকেনি?
খুঁজে দেখো খুঁজে দেখো
কিছু কি লুকোনো আছে।
পাখিগুলো বাসতো ভালো
একই এই চাঁদের আলো
একই সুরে গাইতো তারাও-
“এ আঁধার ভীষণ কালো।”
পাখিগুলো হারালো কোথায়
কেউ সে খবর রাখেনি,
বয়ে গেছে নদীর জল
অপেক্ষায় বসে থাকেনি!
বুঝে দেখো বুঝে দেখো
কি মূল্য তোমার আছে?
০২/০৭/২২
মন্তব্য করুন