শক্ত কোরে ধরো প্রিয় ছেড়ে দিও না
শুরুতেই এই পরাজয় মেনে নিও না।।
সাগরে না ভেসে কেউ হয় কি নাবিক?
না পড়ে প্রেমে কভু হয়না প্রেমিক;
জোয়ারে ভাটাতে এক নদীর জীবন
ছুটছে সাগর পানে সারাটাক্ষন।।
তাই আসুক বাধা তবু এ হাল ছেড়ে দিও না
শুরুতেই এই পরাজয় মেনে নিও না।
জলের আঘাতে যদি পাথর ক্ষয়ে যেতে পারে
যাপনে নাজুক হৃদয়, সে তো ব্যাথা পেতেই পারে;
ব্যাথাতে কাতর হয়ে ভেঙে পোড়ো না
শুধু এই বালির উপর প্রাসাদ গোড়ো না।
০১/০৭/২২
মন্তব্য করুন