আয়না শহরে যায়না দেখা
নিজের চেহারা একা একা,
আমি একটু থেমে যাচ্ছি ঘেমে
পাচ্ছি কি ভয় পড়তে প্রেমে!!
চাদর মোড়ানো কম্পিউটারে
ভালোবাসা শেখায় যারে,
তার চেহারায় কান্না হাসি
মিথ্যে প্রহসন; থামাও তারে।।
দেখো সূর্যমুখীরা যাচ্ছে নেমে।
মুঠোজোছনা হাতে বেলকনিতে
আমি কাঁপছি একা দারুণ শীতে
তোমার বুকের উষ্ণতা চাই
চলো বাঁধবো বাসা বটের ছায়ায়।।
আমি জোছনা হাতে যাচ্ছি ঘেমে।
০২/০৭//২২
মন্তব্য করুন