দেখেছি রঙিন দ্বীপে আমি এক শাদাকালো ভোরে
নির্ঘুম শব্দেরা জড়োসড়ো শুয়ে আছে ভুল কবিতার বাহুডোরে।।
তাদের জাগাতে গিয়ে জেগেছি আমি নিজেই
জেগেছে আমার চারপাশ,
ভুল সেই কবিতার বন্ধন ছিড়ে ফেলে
শব্দেরা বিলাবে সুবাস।
জাগবে নতুন কোরে…
মেঘের পরিধি মেপে বৃষ্টি ভিজিনি আমি
ভালোবেসে করেছি গোসল,
মিছে কেনো চাটুকার কবিতার চাষ করো
জালিমের পাতে দাও ঝোল?
আছো কি নেশার ঘোরে…
০৯/০৭/২২
মন্তব্য করুন