কে টানে চাদর তোমার
অধিকার কার,
কে করে অহংকার
যুক্তি কি তার?
একটি ফুলের কাছে হেরে যায় যে,
ছোট্ট পাখির কাছে করে আবদার!
সৌরভ গৌরব কিছু নেই যার।।
একটু নদীর মতো চলতে যে চায়
একটু সাগর তীরে পা ভিজাবার
আবদার ঝরে পড়ে কণ্ঠে যার!!
প্রজাতির পিঠে
রোদ ঝরে পড়ে মিঠে
সেই মিঠে রোদে চোখ
পুড়ে যায় যার,
সে করে অহংকার!
যুক্তি কি তার?
১৪/০৭/২২
মন্তব্য করুন