গানের কথা নয়রে আমার
মনের কথা কই,
তোর কবিতা বুকে ধরে
ঝিনুক হয়ে রই।।
মুক্তচাষা ভালোবাসা বুঝবে নাতো সে
হৃদয় আমার ফেলবে ছিঁড়ে দারুণ আক্রোশে;
তার গলে তুই মালা হবি
অলংকারের নাম কুড়োবি
আমি মরে যাবো আমার পরাণের দোষে।।
আমারে ভুলিতে তখন পারবি কিরে সই…
নানান রঙের ভালোবাসা
নানান রূপের ঢেউ
মিলবে তবু আমার মতো
বলবে নারে কেউ-
সুখে থাকিস ভালো থাকিস
ও পরাণের সই
তুই তো আমার ছিলি কেবল
আমি কারোর নই।।
১৭/০৭/২২
মন্তব্য করুন