তুমি কে তুমি কে তুমি কে
মুখোশের পর মুখোশ খুলছো যে
আমি চিনতে পারছি না
না না চিনতে পারছি না
আমি চিনতে পারছি না তোমাকে।।
সেই মিষ্টি মিষ্টি কথা
সেই মন ভোলানো গল্পের রচয়িতা;
সেই শরৎ মেঘের কাব্য
আমি কোনটা আসল ভাববো!
কেনো এখন যেমন দেখছি
আগে দেখতে পারিনি তা?
চোখ ছল ছল, ভেজা দৃষ্টি
এই রোদ্দুর, এই বৃষ্টি
হাসি-কান্না, সুখ-দুঃখ
সবই চিনতাম;
কেনো চিনতে পারছি না?
ভালোবাসার মহামূল্যেও
কেনো কিনতে পারছি না!
কিভাবে নিজেকে রেখেছো আড়ালে?
অচেনা যেনো কেউ আজ সামনে দাঁড়ালে!
১৭/০৭/২২
মন্তব্য করুন