আমি ঘুমন্ত এক টুকরো মাটির সাথে
কাটিয়ে দেবো অনেক অনেক রাত,
আজ নদীর সাথে যাচ্ছে যারা ভেসে
আর তাদের সাথে হবে না সাক্ষাৎ।।
এই আকাশ বাতাস জলের নিমন্ত্রণ
জানি কোনো কিছুই নয়তো চিরন্তন
এই ঘরের, পরের, স্বরের মায়া, ভয়
সব নষ্ট হবে, সবই নষ্ট হয়।।
কে রাখবে ধরে শূন্য শীতল হাত…
এই মাতাল হাওয়া, মিষ্টি রোদের ঢল
এই পাখির খাঁচা কিংবা পাখির গান
ঘড়ির কাটার আওয়াজ, অংক, রূপ
সব হারিয়ে গেলেও হবোনা হয়রান।।
কে রাখবে ধরে শূন্য শীতল হাত…
২৬/০৭/২২
মন্তব্য করুন