চিনতে আমি ভুল করিনি
চিনেছি ঠিক ঠিক;
ক্যান মনে হয় পাগল আমার,
পাইনে খুঁজে দিক?
হঠাৎ কোথাও রটলে কিছু
দৌড় দিলি তার পিছু পিছু
আবোল তাবোল বকলি কেবল
শুনে আর শুনে
আমিই কেবল পাগল হলাম
চাঁদ তারা গুনে!
হায়রে! পাগল চারিদিক…
জ্ঞানী মানুষ কয় না কথা
চিন্তা না করে অযথা,
তোরা তো বেশ লুফে নিলি
মুখে মুখে ছড়িয়ে দিলি
খোঁজ করেও দেখলি না তা
সঠিক না বেঠিক!
হলাম না হয় তোদের চোখে
পাগল, তোরাই জ্ঞানী হ;
কূলেতে জাহাজ ভিড়ায়ে
চৌবাচ্চাতে ডুবে র।
জাদুঘরে রাখতে তোদের
আওয়াজ উঠুক চতুর্দিক।
১৯/০৭/২২
মন্তব্য করুন