ডুবতে থাকা ফানুসগুলোর
আকাশ দেখার ইচ্ছে ছিলো
মেঘের দল বৃষ্টি এনে
কদম ভেবে ভিজিয়ে দিলো।।
ফেরারি মেঘ জলের আবেগ
বুকে ধরে হারিয়ে যায়,
ফানুসগুলো ভেজা ভেজা
অতল ঘুমের বন্দিশালায়।।
আকাশ নীল তারার মিছিল
চাঁদের কবিতায় করছে গোসল,
উদাস বারান্দা, রকিং চেয়ার,
তবুও কেউ খাচ্ছে না দোল।।
দূরে কোথাও আযান দিলো…
পর্দা সরাও সব জানালার,
আকাশ আলোয় দু’চোখ রাখো
ভোরের বাতাস ডাকছে তোমায়
বাইরে এসো, জীবন মাখো।।
২২/০৭/২২
মন্তব্য করুন