তুমি নিজেই যখন সবার হতে চাইছো না
আমি ক্যামন করে স্বার্বজনীন বলি
বলো ক্যামন করে সবার মধ্যখানে
উঠবো গেয়ে তোমার গানের কলি।।
ভালোবাসার ভেদ ব্যবধান হয়তো অনেক আছে
কোনটা ভালো কোনটা খারাপ সে জ্ঞান তোমার কাছে,
ভালোবাসার ভালোটা নাও খারাপটা দাও ফেলে
ভালোবাসা শব্দটাকে বাদ দিও না চেলে।।
তখন তোমায় দেখে ‘নিঠুর’ সবাই করবে বলাবলি…
নিষেধ নিষেধ শেষ হবে না নিষেধ আছে মেলা
কোনটা নিষেধ, কোথায় নিষেধ, নিষেধটা কোনবেলা?
বাঁকা চাঁদে রোজার শুরু, বাঁকা চাঁদেই শেষ
চাঁদের মতো মুখের সাথে কার এতো বিদ্বেষ?
প্রিয়তমার চোখের সাগর সাঁতরে হলে পার
কোন ভ্রমরার তাল কেটে যায়, নাও ডুবে যায় কার??
সবার জন্য না হয়ে ক্যান করছো দলাদলি?
১৯/০৭/২২
মন্তব্য করুন