অন্ধকারে যাচ্ছি ডুবে,
সূর্যটা কে টেনে তুলবে?
মুগ্ধ হয়ে দেখবো সকাল
লাল মোরগের ঝুটি দুলবে!!
মিথ্যে মায়ার এই শহরে
প্রেম শুধু নাম এক ছোটো গল্পের;
রক্ত ঘামের বাস্তবতায়
কল্পনারা হারিয়ে যায়।।
এই রাতের কপাট কে খুলবে?
কুমিরগুলোর টাকার নেশা
খোঁজ থাকে না কি কার পেশা;
জীবন বোধের গল্পগুলোও
ভুল হয়ে যায় হরহামেশা।।
এই রাতের কপাট কে খুলবে?
রঙ চড়ানো মিথ্যে কথার
মূল্য অনেক বর্তমানে,
মন বসে না রাতের তারায়,
চাঁদের আলোয়, পাখির গানে।।
এই রাতের কপাট কে খুলবে?
২৮/০৭/২২
মন্তব্য করুন