কোন শহরের ইট পাথরে
বাস করছো তুমি বলো ঘুমের ঘোরে,
কোন আকাশের নীল সীমানায়
তুলো মেঘের নরম আদরে??
তোমার ঠোঁটের ফুলের নেশায় নাকি
প্রজাপতির ঘর ভেঙে যায়,
কাজল ভরা চোখের ইশারায়
বৃষ্টির গান বাজে শহরে।।
তোমার চলার ছন্দ নিয়ে নাকি
কাব্য লেখার আসর জমে যায়,
হাসলে শফেদ শিউলি ঝরে পড়ে
শিশির ধোয়া তোমার দরজায়।।
তুমি কোথায় থাকো, কোন শহরে,
মেঘের কাছে পত্র দিও;
বৃষ্টি হয়ে আমি তোমার ছাদে
দারুণ আনন্দে পড়বো ঝরে।
৩০/০৭/২২
মন্তব্য করুন