জলে ভাসতে ভাসতে হাসতে হাসতে ডুব দেবো একদিন
কাছে আসতে আসতে আস্তে আস্তে চলে যাবো বহুদূর
তুমি দেখতে দেখতে দেখবে হঠাৎ সম্মুখে আমি নেই
প্রতি মুহূর্তে আমি পেছনে ফেলছি ক্রমাগত নিজেকেই।।
প্রতিযোগিতায় আর কেউ নেই, আমি কাউকে হারাতে চাইনি;
আমি তোমাকে খুঁজবো কখন, আমি আমাকেই খুঁজে পাইনি;
তুমি হাসছো! বুঝি ভাবছো আমি তোমাদের থেকে ভিন্ন
আমি সাধারণ থেকে সাধারণ, নেই অতিমানবের চিহ্ন।।
দুপায়ে হাঁটছি, দেখছি, শুনছি; ভাবনাটা ছাড়া কিছু নেই…
আমি বুঝতে বুঝতে বুঝতে পারিনি অতি দরকারি বুঝটা
শুধু চলতে বলতে সলতে পুড়িয়ে আঁধারে খেয়েছি উষ্ঠা
তুমি হয়তো আমাকে ভাবছো পাগল কিংবা জ্ঞানের ভান্ডার
আমি এখনো খুঁজছি বহুমুখী ব্যবহার সামান্য আন্ডার।।
আমি তোমাকে বুঝবো কখন বলোতো, বুঝতে পারিনি নিজেকেই…
৩০/০৭/২২
মন্তব্য করুন