শাদা পাতায় রঙ ছিটিয়ে বললে, ‘আমি শিল্পী নই!’
এখন আমি আঁকতে ছবি কারে কই? কারে কই?
তালে তালে মন মজিয়ে বললে, ‘আমি শিল্পী নই!’
এখন আমি গান শুনাতে কারে কই? কারে কই?
তবে কি কবি তুমি? মানো না ছেদ, যতি!
আমি বুঝিনা তোমার ভাব-গতি।
শুনেছি প্রেমিক লোকের এক পলকে
ক্যানভাসে ফুল ফুটিয়ে তোলে,
আর তার কণ্ঠ ভরা মধুর কথায় হৃদয় দোলে!
না হলে প্রেমের কাঙাল ক্যামনে কবি, শিল্পী হই?
০৩/০৮/২২
মন্তব্য করুন