কতো সহজেই ওরা হাসতে পারে / সাইফ আলি

কতো সহজেই ওরা হাসতে পারে
ভাসতে পারে স্বপ্নের ডানা মেলে
কতো সহজেই ওরা বাঁচতে পারে
অন্ধকারে একটু আলো পেলে।।

এই ঝলমলে আলোর শহর
এই সারি সারি গাড়ির বহর
এই রাজপথ, খোলা ময়দান
তুমি-আমি, আমরা কেউ
আজও বলতে পারিনি-
এসো একসাথে বড়ো হই আমরা হেসে খেলে।।

পাথুরে এই সভ্যতা
হতে পারে না
কোনো সত্য সভ্যতা,
এই রোবোটিক দুনিয়া সবই দিচ্ছে
মনুষ্যত্ব ঝেড়ে ফেলে।।

০২/০৮/২২