কোন সুন্দরে চোখ ডুবিয়ে
মজেছো পাপের আসরে?
সে সুন্দর নয় কভূ সুন্দর নয়
যদি মুক্তি না মেলে রোজ হাশরে।।
ওগো মুসাফির একটু দাঁড়াও
একটু থেমে পথ বুঝে নাও,
ভুল পথে মঞ্জিল পাবে না
পড়বে অথৈ সাগরে।।
পথের মাঝে নামলে আঁধার
নিয়েছো কি প্রস্তুতি তার?
কার উপরে ভরসা তোমার,
করবে কে পার হাত ধরে??
০৫/০৮/২২