চাঁদের মুখে মেঘ জমেছে
মেঘ জমেছে কালো কালো,
মেঘ উড়িয়ে নিচ্ছে বাতাস;
একটু আঁধার একটু আলো।।
তোমরা সবাই কেমন আছো,
দিনগুলো কি যাচ্ছে ভালো?
এখন কেবল রাত দশটা বাজে
ব্যস্ত ভীষণ তুমি হয়তো কাজে
দুষ্টু পাখি দুটো খেলছে বুঝি
ঘুম পাড়িয়ে যেও জায়নামাজে।।
আল্লাহ তোমাদের রাখুক ভালো…
মায়ের খবরটা হয়নি নেওয়া,
বাবার কাছে ফোন করবো নাকি?
একরাশ জড়তার অন্ধকারে
হারিয়ে ফেলি শব্দের জোনাকি।।
নিশ্চিত জানি আমি, মাগো তোমরাও
আমাকে প্রাণের চেয়ে বাসো ভালো…
১০/০৮/২২
মন্তব্য করুন