বহুদূর তুমি চলে গেছো
যতদূর গেলে আর হয়না ফেরা
তবুওতো মন আমার মানে না
মন কি সত্য জানে না?
তবু ক্যানো মন আমার মানে না?
তোমার শাদা কাফনে আমার
ঢেকে গেছে সোনালী আকাশ,
গোধুলি বেলায় পথ চেয়ে আর
থেকে থেকে হবো না নিরাশ।।
মনকে বোঝাতে তবু পারি না?
তোমার পড়ার চেয়ার টেবিল
ঘুনের দখলে আজ বহুদিন,
লেখার খাতা বইয়ের পাতা
ধুলো জমে হয়েছে মলিন।।
মনের দখল কেনো ছাড়োনা?
০৭/০৮/২২