কালো জামা গায় কালো জুতা পায়
আড়চোখে কালাচান কার দিকে চায়?
ফরমাল প্যান্ট অ্যাবনরমাল টাই
কালাচান বাস করে উপরতলায়।।
চকচকে কার, অস্থির কারবার
কিছুই করেনা তবু কামায় ডলার!
লিকলিকে হাত নাকি লম্বা ভীষণ
‘সমাজের উন্নতি’ এটাই মিশন।।
ভালোবেসে লোকে বলে- শোনেন মশাই,
এই যুগে তার কোনো বিকল্প নাই।
অমায়িক লোক তার পেশা যাই হোক
কালা সানগ্লাসে ঢাকা রাঙা দুটো চোখ,
জিগাইলে কেউ, ‘ভাই পেশা আপনার?’
ফিক করে হেসে বলে, ‘কন্ট্রাক্টার।।’
আবডালে লোকে বলে- শোনেন মশাই,
আসলে শালার কোনো কাম কাজ নাই!
কালাচান ভাই বসে তামাক সাজায়
মুদ্রাস্ফিতিতেও গিটার বাজায়!
কিছুই করেনা তবু ডলার কামায়
পাঁচতলা দশতলা টাওয়ার বানায়।।
বিস্ময়ে লোক করে বড়ো বড়ো চোখ
তার পিছে পিছে ঘোরে আর মরে হিংসায়।
কালাচান ভাই বেলা সাড়ে বারোটায়
ঘুম থেকে উঠে নাকি আবার ঘুমায়!
ফরমাল প্যান্ট অ্যাবনরমাল টাই
কালাচান বাস করে উপরতলায়।।
১৪/০৮/২২
মন্তব্য করুন